স্কটল্যান্ডের সাবেক ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জনকে অর্থ কেলেঙ্কারির মামলায় গ্রেফতার করা হয়েছে। খবর বিবিসির।
রোববার (১১ জুন) স্কটিশ ন্যাশনাল পার্টি এসএনপি’র আর্থিক অনিয়মের তদন্তের আওতায় সন্দেহভাজন হিসেবে তাকে হেফাজতে নেয়া হয়। গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন।
গেল এপ্রিলে স্টার্জনের স্বামী পিটার মুরেলকে একই মামলায় গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হয়। ২০২১ সালে এসএনপিতে দেয়া অনুদানের ৬ লাখ পাউন্ড অন্য খাতে ব্যয়ের অভিযোগ ওঠে। এরপরই আনুষ্ঠানিক তদন্ত শুরু করে পুলিশ।
চলতি বছরের মার্চে ফার্স্ট মিনিস্টার পদ থেকে সরে দাঁড়ান নিকোলো স্টার্জন। দেশটিতে ফার্স্ট মিনিস্টার পদ প্রধানমন্ত্রী পদমর্যাদার।
ইউএইচ/

