Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ায় বরযাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত কমপক্ষে ১০

অস্ট্রেলিয়ায় বরযাত্রীবাহী বাস দুর্ঘটনায় পড়ে নিহত কমপক্ষে ১০ জন। রোববার (১১ জুন) ঐ দুর্ঘটনায় আরও ২৫ জন গুরুতর আহত। খবর রয়টার্সের।

নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ জানিয়েছে, বিয়ের অনুষ্ঠান শেষে ফিরছিলো বাসটি। পথে রাত সাড়ে ১১টা নাগাদ হান্টার ভ্যালির কাছে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই প্রাণ হারান কমপক্ষে ১০ জন। বাকিদের উদ্ধারের পর স্থানীয় দুটি হাসপাতালে দেয়া হয় চিকিৎসা। তাদের কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।

ধারণা করা হচ্ছে, বাড়তে পারে প্রাণহানি। গ্রেফতার করে ৫৮ বছর বয়সীকে চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অর্পযাপ্ত তথ্যের অভাবে তার বিরুদ্ধে অভিযোগ আনা যাচ্ছে না। এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ।

এটিএম/

Exit mobile version