Site icon Jamuna Television

মিসরে দুর্ঘটনার শিকার প্রমোদতরী, নিহত ৩

মিসরের লোহিত সাগরে অগ্নিকাণ্ডের শিকার হয়েছে একটি প্রমোদতরী। এখনও নিখোঁজ রয়ছেন কমপক্ষে ৩ জন। খবর রয়টার্সের। খবর রয়টার্সের।

কর্তৃপক্ষ জানায়, বৈদ্যুতিক শটসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। স্কুবা ডাইভিংয়ের জন্য ব্যবহৃত নৌযানে ছিলেন ১২ ক্রু এবং ১৫ জন পর্যটক। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই সবাইকে উদ্ধার করা হয়। কিন্তু নিখোঁজ আছেন ৩ জন ব্রিটিশ নাগরিক। তাদের অনুসন্ধানে তল্লাশি চলছে।

প্রাথমিক তদন্ত অনুসারে জানানো হয়েছে, ইঞ্জিন রুমের একটি বৈদ্যুতিক লাইনে হয় শট সার্কিট। রিসোর্টের শহর হিসেবে পরিচিত মার্শা আলমে ৬ দিনের ভ্রমণে বের হয় নৌযানটি। রোববারইম বন্দরে ফেরার কথা ছিলো এটির।

এটিএম/

Exit mobile version