Site icon Jamuna Television

বরিশালে ইভিএম নিয়ে ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া

খুলনা ও বরিশাল সিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। দুই সিটিতেই ভোটগ্রহণ হচ্ছে ইভিএমে। বরিশাল কলেজ ভোটকেন্দ্র থেকে পাওয়া খবর অনুসারে, ইলেকট্রনক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

ইভিএমে ভোট দেয়া নিয়ে অনেক ভোটারের মাঝেই রয়েছে উচ্ছ্বাস। আবার, মেশিনের মাধ্যমে ভোট প্রদানের অভিজ্ঞতা না থাকায় তা কীভাবে দেয়া হবে, তা নিয়ে দুশ্চিন্তাও কাজ করছে কিছু ভোটারের মাঝে।

বরিশাল কলেজের একটি কক্ষ থেকে জানা গেছে, সেখানকার ইভিএম মেশিন বেশ কিছুক্ষণ ধরেই নষ্ট। একজন ভোটার জানান, সেখানকার ইভিএম মেশিনের মনিটর প্রায় আধঘণ্টা ধরেই লাইট পাচ্ছে না। সেখানে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে ভোটারদের। আবার, কেন্দ্রটির পাশের কক্ষেই ইভিএমে নির্বিঘ্নে মসৃণভাবে ভোটগ্রহণ চলছে।

/এম ই

Exit mobile version