Site icon Jamuna Television

জনগণের রায় মেনে নেব, ভোট দিয়ে তালুকদার আব্দুল খালেক

ছবি: খুলনা সিটি করপোরেশনের নৌকার মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক।

ভোট দিয়েছেন খুলনা সিটি করপোরেশনের নৌকার মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। সোমবার (১২ জুলাই) সকাল ৯টা ১৫ মিনিটে পাইওনিয়ার স্কুল কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। বলেন, জনগণ যে রায় দেবে তা মেনে নেয়ার মানসিকতা আমাদের আছে।

ভোটারদের উপস্থিতি নিয়ে এই মেয়র প্রার্থী বলেন, মানুষের কাজ আছে। সকালে এসেই ভোট দেবেন, এটি আমাদের রাজনৈতিক কথা। মানুষ তাদের দৈনন্দিন কাজ শেষ করে আশা করি ভোট দেবে।

তিনি বলেন, ২০১৩ সালের নির্বাচনে আমি হেরে গিয়েছিলাম। সে সময় শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন। আমি তখন মেয়র ছিলাম। অতএব নিরপেক্ষ নির্বাচনে জনগণ যে রায় দিয়েছে আমরা তা মেনে নিয়েছি। এবারও যে রায় দেবে আমরা মেনে নেব।

এটিএম/

Exit mobile version