Site icon Jamuna Television

ভোটগ্রহণ এভাবেই চললে জয়ের ব্যাপারে আশাবাদী আবুল খায়ের আবদুল্লাহ

ভোট দিয়েছেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ।

সোমবার (১২ জুন) সকাল ১০টা ৩০ মিনিটে ভোট দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোট নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। বলেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। এভাবে ভোটগ্রহণ চললে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।

ভোট নিয়ে কিছু অনিয়মের অভিযোগ আছে। এমন কথার জবাবে আবুল খায়ের নৌকার কর্মীদের সংযত হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, এখানে অনেক কাউন্সিলর আছে যাদের নিজেদের ভেতর কোন্দল আছে। সেকারণে কিছু অনিয়ম হতে পারে।

যদি নির্বাচনে হেরেও যান, তবুও বরিশালের মানুষের পাশে থাকবেন বলেও জানান তিনি।

এটিএম/

Exit mobile version