Site icon Jamuna Television

‘ভোটকেন্দ্র সম্পূর্ণ একটি আইওয়াশ’, বরিশালে ফয়জুল করিমের অভিযোগ

আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে এজেন্টদের বের করে দেয়া, হামলা ও নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ করেছেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম (হাতপাখা মার্কা)। বলেছেন, ভোটকেন্দ্র সম্পূর্ণ একটি আইওয়াশ।

হাতপাখা মার্কার প্রার্থী উপস্থিত সাংবাদিকদের বলেন, আমাদের এজেন্টকে বের করে দিয়েছে। আমি ঢুকতে চেয়েছি। এলাকার আওয়ামী লীগের লোকজন আমাকে ঢুকতে দেবে না। এরপর আমাদের লোকের উপর হামলা করেছে। লোকজন ঢুকতে পারে না। ভোটাররা ঢুকতে পারে না। সেখানে প্রভাব বিস্তার করছে।

ফয়জুল করিম আরও বলেন, আপনারা দেখতে পাচ্ছেন, তারা এখনও স্লোগান দিচ্ছে ‘নৌকা নৌকা’ করে। ভোটকেন্দ্রের এরিয়ার মধ্যে স্লোগান দেয়ার কোনো বৈধতা আছে? আপনারা দেখাতে পারবেন? সবদিকে প্রশাসনের এত লোকজন। কারও কোনো খবর নাই! সবাই নীরব ভূমিকা পালন করছে। আসলে, ভোটকেন্দ্র সম্পূর্ণই একটি আইওয়াশ। লেভেল প্লেয়িং ফিল্ড আগে ছিল। কিন্তু আজ আমি আগে থেকেই শঙ্কিত ছিলাম যে, ভোট ঠিকমতো হবে না। কীসের সিসি ক্যামেরা! দেখুন, ভোটকেন্দ্রের বাইরে সিসি ক্যামেরা থাকার কথা ছিল। নির্বাচন কমিশন থেকে সব তদারক করার কথা ছিল। দেখুন, সেসব কিছু আছে কিনা।

তিনি আরও বলেন, আমি একজন প্রার্থী। নৌকার লোকজন যেভাবে আমাকে আক্রমণ করছে তাতে আমার কর্মীদের কী অবস্থা হবে বলেন! আমি কেন্দ্রে ঢুকতে গিয়েছি। কয়েকজন এসে আমাকে বাধা দিয়েছে। বলেছি, আমি প্রার্থী। আমার ভেতরে ঢোকার অনুমতি আছে। বাধা দিলে দেবে প্রশাসন। তারা কারা?

আরও পড়ুন: ‘আ.লীগের কর্মীরা মহিলাদের ফিরিয়ে দিচ্ছে’, বরিশালে জাপা প্রার্থীর অভিযোগ

/এম ই

Exit mobile version