Site icon Jamuna Television

হুড়মুড় করে ধসে পড়লো যুক্তরাষ্ট্রের উড়াল সেতু

হুড়মুড় করে ভেঙে পড়লো যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার একটি উড়াল সেতু। অবশ্য কোনো হতাহতের খবর নেই। খবর রয়টার্সের।

রোববার (১১ জুন) ‘ইন্টারসেপট নাইনটি ফাইভ’ নামের উড়ালসেতুটি ধসে পড়ে। আটকে যায় উত্তর-দক্ষিণাঞ্চলের মূল সড়কপথ। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন পূর্বাঞ্চলের মার্কিনীরা।

এর ফলে ডেলাওয়ারের সাথে নিউইয়র্ক ও নিউজার্সির যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। কর্তৃপক্ষের দাবি- একটি গাড়িতে অগ্নিসংযোগ হয়। এরপরই ধসে পরে উড়ালসেতুটি। অবশ্য এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করছে প্রশাসন। তাদের দাবি, পরিস্থিতি স্বাভাবিকে আরও বেশ কিছুদিন সময় লাগবে।

এটিএম/

Exit mobile version