Site icon Jamuna Television

‘বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র চালুর জন্য কয়লা আমদানির সিদ্ধান্ত’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ফাইল ছবি।

কয়লা দুর্নীতির কারণে বন্ধ বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র চালুর জন্য কয়লা আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে আমদানি করা হবে এক লাখ মেট্রিক টন। রোববার সচিবালয়ে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদপরবর্তী শুভেচ্ছা বিনিমিয় শেষ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ কথা বলেন।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ আরও জানান, অক্টোবরের প্রথম সপ্তাহে বড় পুকুরিয়া কয়লা খনি পুরোদমে চালু হতে পারে।

 

Exit mobile version