Site icon Jamuna Television

ব্রাহ্মণবাড়িয়ায় কমিটি ঘোষণা নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপনডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া:

কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে জড়িয়েছে জেলা ছাত্রদলের দুই গ্রুপ।
এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়।

পুলিশ জানায়, ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা সোমবার (১২ জুন) সকালে বিরাসা এলাকা থেকে আনন্দ মিছিল বের করে। খৈয়াসার এলাকায় পৌঁছালে জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফুজায়েল চৌধুরীর নেতৃত্বে পদবঞ্চিতরা তাদের বাধা দেয়। এ সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার জেলা ছাত্রদলের কমিটি ঘোষণার পর থেকেই উত্তেজনা চলছিল। শুক্র ও শনিবার নতুন কমিটির নেতাদের বাড়িতে দফায় দফায় হামলার অভিযোগ ওঠে পদবঞ্চিত নেতাকর্মীদের বিরুদ্ধে। আটক করা হয়েছে ১ জনকে।

এটিএম/

Exit mobile version