সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১০ টাকা কমানোর ঘোষণা কার্যকর হয়নি। এজন্য ক্রেতাদের অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। দোকানদাররা বলছেন, নতুন দরের সয়াবিন তেল সরবরাহ শুরু হয়নি। এই দর কার্যকর হতে আরও কয়েকদিন সময় লাগবে।
ক্রেতাদের অভিযোগ, দাম কমানোর সিদ্ধান্ত কার্যকরে ব্যবসায়ীরা বরাবরই গড়িমসি করে থাকেন।
বাণিজ্য মন্ত্রণালয় গতকাল রোববার (১১ জুন) সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা এবং পাম অয়েলের দাম দুই টাকা কমানোর ঘোষণা দেয়। এতে প্রতি লিটার প্যাকেটজাত সয়াবিন ১৮৯ টাকা এবং পাম অয়েলের দাম খুচরা পর্যায়ে ১৩৩ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু বাজারে এই দরে ভোজ্যতেল মিলছে না।
এদিকে, বাজারে প্যাকেটজাত প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১৩৫ টাকা দরে। আর খোলা চিনির জন্য গুনতে হচ্ছে ১৩০ টাকা। চিনির যোগানও বেশ কমেছে। সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন খোলা চিনির দাম ১৪০ টাকা এবং প্যাকেটের চিনির দাম ১৫০ টাকা নির্ধারণের জন্য ট্যারিফ কমিশনে প্রস্তাব পাঠিয়েছে।
/এমএন

