Site icon Jamuna Television

রাজধানীর দক্ষিণখানে তীব্র পানি সংকট

রাজিব আহমেদ:

টানা লোডশেডিংয়ে তীব্র পানি সংকট রাজধানীর দক্ষিণখানে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৭ নম্বর ওয়ার্ডের সংকট যেন ছাড়িয়ে যাচ্ছে সহ্যের সীমা। দৈনিক দরকারি পানির ন্যূনতমও দিতে পারছে না ওয়াসা। আর তাতে বালতি-কলস নিয়ে পানি কেনার ছুটোছুটি চলছে বাসিন্দাদের। এরইমধ্যে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হয়ে পড়েছে শিশু আর বয়োজ্যেষ্ঠরা।

মাফরুফা বেগম নামের এক গৃহিনী জানান, গত ১০ দিন ধরে তীব্র পানি সংকটে রয়েছে তার পরিবার। বাসায় রান্নাবান্না বন্ধ। গোসলসহ অন্য কাজও চলছে কোনোরকমে।

এই এলাকার মৌশাইর চালাবনের মাল্টিগার্মেন্টস রোডে রয়েছে কয়েক হাজার মানুষের বসতি। পানি সংকটে ভোগান্তির শিকার সবাই।

ভুক্তভোগীরা বলেন, পানির অভাবে বসবাসের মতো অবস্থা নেই। ন্যূনতম নাগরিক সুবিধাও আমরা ওয়াসা থেকে পাচ্ছি না। অথচ প্রতি মাসেই বিল ঠিক মতো দিচ্ছি।

এমনকি পানির পাম্প থেকে ৫ মিনিটের দূরত্বে যাদের বসবাস, তারাও পানি পাচ্ছেন না। সেখানকার বাসিন্দারা পানি কিনে দিনের নিত্যপ্রয়োজনীয় কাজ সারছেন। এর এমন বিড়ম্বনায় অনেক ভাড়াটিয়া বাসা ছেড়ে দিচ্ছেন। এতে বিপাকে পড়ছেন বাড়িওয়ালারা।

পানি সংকটের বিষয়ে ঢাকা ওয়াসা অঞ্চল-৯ এর প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, লোডশেডিং এর জন্য এই সমস্যা হচ্ছে। বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হলেই সংকট কেটে যাবে।

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৭ নম্বর ওয়ার্ডটি নতুন যোগ হয়েছে। অথচ এখনও পুরনো পাম্পেই চলছে পানি সরবরাহ।

/এমএন

Exit mobile version