Site icon Jamuna Television

সাদা বলের ক্যাম্পে যোগ দিয়েছেন বিজয়-সোহান-মোসাদ্দেক

ছবি: সংগৃহীত

মিরপুরে আজ সোমবার (১২ জুন) থেকে সাদা বলের ক্যাম্পে যোগ দিয়েছেন এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান ও মোসাদ্দেক হোসেন সৈকত। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে আফগানিস্তান সিরিজ থেকেই প্রস্তুতি শুরু করেছে বিসিবি।

এর আগে, আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ থেকেই পরিকল্পনা মতো প্রস্তুতি শুরু করেছে বিসিবি। যার প্রথম পদক্ষেপ হিসেবে ২৬ জন ক্রিকেটার নিয়ে ক্যাম্প শুরু হয় বাংলাদেশ টাইগার্সের। ওই ক্যাম্পে জায়গা হয়নি বিজয়, সোহান ও মোসাদ্দেকের। ঢাকা প্রিমিয়ার লিগের সবশেষ আসরে সেরা পারফর্মার ছিলেন তারা।

ডিপিএলের সর্বশেষ মৌসুমে ১৬ ম্যাচে ৮৩৪ রান করেন বিজয়। আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান আসে আবাহনীর এই ওপেনারের। একই দলের অধিনায়কের দায়িত্ব পালন করা মোসাদ্দেক সমান ম্যাচে করেন ৩৯৫ রান। সাথে বল হাতে নিয়েছেন ৭ উইকেট। সোহানও ব্যাট হাতে পারফর্ম করেছেন সর্বশেষ ডিপিএলে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের এই অধিনায়ক ১৫ ম্যাচে করেন ৫১১ রান। স্ট্রাইক রেট প্রায় ৯৫।

/আরআইএম

Exit mobile version