Site icon Jamuna Television

সিলেটে প্রতিদ্বন্দ্বীর বাড়ির সামনে সশস্ত্র মহড়া: কাউন্সিলর প্রার্থীকে ইসির তলব

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের এক কাউন্সিলর প্রার্থীকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। লোকজনসহ অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়ির সামনে সশস্ত্র মহড়ার অভিযোগে সাত নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানকে ডেকেছে ইসি।

এ ঘটনার সিসিটিভি ফুটেজ, ভিডিও চিত্র বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে।

সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬-এর বিধি ৩০ লঙ্ঘনের দায়ে বিধি ৩১ ও ৩২ অনুযায়ী সংশ্লিষ্ট কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বাতিল অথবা তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত বক্তব্যসহ নির্বাচন কমিশনে আগামী ১৪ জুন বিকাল ৩টায় উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেছে ইসি।

এর আগে, তার বিরুদ্ধে ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ এ বিষয়ে কমিশন বরাবর লিখিত অভিযোগ করেছেন।

সোমবার (১২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে, উক্ত অভিযোগের ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তা তদন্ত করে এ বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করেছেন। প্রতিবেদনে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

/এমএন

Exit mobile version