ভয় পায় বলেই কোনো স্থানে সুষ্ঠু নির্বাচন করে না সরকার। এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
সোমবার (১২ জুন) দুপুরে নয়া পল্টনে তারুণ্য সমাবেশকে স্বাগত জানিয়ে আয়োজিত মিছিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তিনি।
রিজভী আহমেদ বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সরকার। তাই দাবি আদায়ে আন্দোলনের কোনো বিকল্প নেই।
সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে দেশের বিভিন্ন সাংগঠনিক ইউনিটে তারুণ্য সমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। সেই কর্মসূচিকে স্বাগত জানিয়ে, পল্টনের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল করে বিএনপির তরুণ নেতারা। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে নাইটিংগেল মোড় হয়ে আবার পল্টনে গিয়ে শেষ হয়।
নেতাকর্মীরা অঙ্গীকার করেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন তারা।
ইউএইচ/

