যতো ষড়যন্ত্রই হোক নৌকার বিজয় ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (১২ জুন) বিকেলে রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর উত্তর যুবলীগের ৬ ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, কয়েকদিনের মধ্যে লোডশেডিং থাকবে না, দ্রব্যমূল্যও কমবে। আওয়ামী লীগ মরে যাবে কিন্তু জনগণের সঙ্গে বেঈমানি করবে না। শেখ হাসিনার ওপর ভরসা রাখতেও আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আদালত কবরে পাঠিয়েছে। এ বিষয়ে আদালতে গিয়ে ফয়সালা করতে মির্জা ফখরুলের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।
/এমএন

