ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস উইংয়ে প্রথম সচিব (প্রেস) পদে রঞ্জন সেনের চাকরির মেয়াদ বাড়িয়েছে সরকার। আগামী এক বছর তিনি পুনরায় এই পদে দায়িত্ব পালন করবেন।
সোমবার (১২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা, ভারত মিশনের প্রেস উইংয়ে প্রথম সচিব (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োজিত সাংবাদিক রঞ্জন সেনকে তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে ১৩ জুন ২০২৩ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে পুনরায় উক্ত মিশনের একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই পুনঃচুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
ইউএইচ/

