অসুস্থ বোধ করায় ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।
সোমবার (১২ জুন) দিবাগত রাতে খালেদা জিয়াকে হাসপাতালে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের একাধিক সদস্য।
জানা যায়, হঠাৎ করে বিএনপি চেয়ারপারসনের শরীর একটু খারাপ হলে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত হয়। খালেদা জিয়ার কিছু পরীক্ষা নিরীক্ষা করানোরও কথা রয়েছে। এর আগে গত ২৭ এপ্রিল চিকিৎসকদের পরামর্শে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
খালেদা জিয়ার লিভার, হার্টের সমস্যা, আথ্রাইটিস, ফুসফুস, ডায়াবেটিস ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ২৫ মার্চ ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর’-এর ধারা-৪০১ (১)-এর ক্ষমতাবলে সরকারের নির্বাহী আদেশে প্রথমবারের মতো শর্তসাপেক্ষে ছয় মাসের অন্তর্বর্তীকালীন মুক্তি পান বিএনপি চেয়ারপারসন। ওই বছরের সেপ্টেম্বরে তার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়। এরপর আবেদনের পরিপ্রেক্ষিতে দফায় দফায় বাড়ে মুক্তির মেয়াদ।
ইউএইচ/

