আজ মঙ্গলবার (১৩ জুন) সকালে সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৪-১৫ জুন জেনেভায় অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’ এ যোগ দিবেন তিনি। খবর বাসসের।
সকাল ১০টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।
এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার, ইউএনএইচসিআর প্রধান ফ্লিপো গ্র্যান্ডির সাথে সাক্ষাৎ করবেন ১৪ জুন। পরে প্যালাইস ডি নেশনস-এ সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেন বারসেটের সঙ্গে সাক্ষাৎ করবেন শেখ হাসিনা। পরে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হতে পারে।
এছাড়া মাল্টার প্রেসিডেন্ট ড. জর্জ ভেলা এবং আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবো এর সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে শেখ হাসিনার।
আগামী ১৭ জুন ঢাকায় ফেরার কথা রয়েছে সরকার প্রধানের।
/এমএন

