খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ৩১ ওয়ার্ডের ৩০টিতেই বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। বরিশালেও ক্ষমতাসীনদের জয়জয়কার।
খুলনার ৩১টি ওয়ার্ডের মধ্যে ১৫টিতেই নতুন মুখের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। পরাজিত হয়েছেন সাবেক ভারপ্রাপ্ত মেয়র প্যানেল মেয়রসহ বর্তমান ১৫ কাউন্সিলর। সংরক্ষিত নারী আসনে ৪ জন প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। সাধারণ কাউন্সিলরের মধ্যে কেবল ১২ নম্বর ওয়ার্ডে একজন জামায়াতের সমর্থন নিয়ে জিতেছেন।
এদিকে, বরিশালের ৪০টি ওয়ার্ডের মধ্যে ৩০টিতেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। নির্বাচন করে দল থেকে বহিষ্কার হওয়া বিএনপিপন্থী ১৮ জনের মধ্যে ৯ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এছাড়া জামায়াতের একজন জয়ী হয়েছেন।
/এমএন

