Site icon Jamuna Television

অনিশ্চয়তায় থাকা হজযাত্রীরা সৌদি আরব যাচ্ছেন

ফাইল ছবি।

অনিশ্চিয়তা কাটিয়ে সৌদি আরব যাচ্ছেন ৮২৩ হজযাত্রী। এদের মধ্যে ২৮৬ জন হজযাত্রী আজ মঙ্গলবার (১৩ জুন) দুপুর আড়াইটার দিকে ঢাকা ছাড়বেন।

মঙ্গলবার (১৩ জুন) সকালে হজ ক্যাম্পে সাংবাদিকদের তিনি এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, বেশি পরিমাণে সৌদি রিয়াল বহন করায় সৌদি আরবে আটক হয়েছিলেন ৩ জন এজেন্সি মালিক। ফলে অনিশ্চয়তায় পড়ে ৮২৩ জনের হজযাত্রা। কিন্তু তাদের লেনদেন বৈধ ব্যাংকিং চ্যানেলে হওয়ায় সৌদি পুলিশ সব কাগজপত্র যাচাইবাছাই করে এজেন্সি মালিকদের ছেড়ে দেয়।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

তারা দেশে ফেরার পরেই হজযাত্রীদের সৌদি পাঠানোর উদ্যোগ নেয়া হয় বলে জানান হাব সভাপতি। তিনি আরও জানান, আজ মঙ্গলবার দুপুরের ফ্লাইটের ২৮৬ জনসহ মোট ৬৮৫ জন সৌদি আরব পৌঁছাবেন। বাকিদের আগামীকাল বুধবারের মধ্যে পাঠানোর কথা বলেছেন তিনি।

এদিকে, অনিশ্চিয়তা কাটিয়ে হজে যেতে পারায় সন্তুষ্টি প্রকাশ করেছেন হজযাত্রীরা।

/এমএন

Exit mobile version