Site icon Jamuna Television

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে চেচেন যোদ্ধাদের চুক্তি

ওয়াগনার গ্রুপের প্রত্যাখ্যানের পর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে চুক্তি করলো চেচেন যোদ্ধাদের বিশেষ বাহিনী আখমত গোষ্ঠী। সোমবার (১২ জুন) এ তথ্য নিশ্চিত করেছে ক্রেমলিন। খবর রয়টার্সের।

শনিবার এক নির্দেশনায় রাশিয়ার হয়ে যুদ্ধরত বেসরকারি গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণের আওতায় আনার ঘোষণা দেয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। জানায়, ১ জুলাইয়ের মধ্যে চুক্তি করতে হবে। বিনিময়ে নিয়মিত সেনাদের মতো সুযোগ সুবিধা পাবে ভাড়াটে সেনারা।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

চেচেনদের হয়ে চুক্তি সইয়ের পর আখমত কমান্ডার আপতি আলাউদিনভ জানান, তাদের হাজার হাজার যোদ্ধা লড়াই করেছে ফ্রন্টলাইনে। চেচেন নেতা রমজান কাদিরভ আধাসামরিক বাহিনী আখমত গ্রুপের প্রধান।

তবে এমন চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রাশিয়ার প্রভাবশালী ভাড়াটে সেনা দল ওয়াগনার গ্রুপ। দলটির প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের দাবি, সামরিক বাহিনী সঠিকভাবে পরিচালনার দক্ষতা নেই রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর।

/এমএন

Exit mobile version