নাইকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদনের শুনানি পিছিয়ে ১৬ জুলাই নির্ধারণ করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৩ জুন) বিচারপতি মোস্তাফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ শুনানির এ দিন ধার্য করেন। বিএনপিপন্থী আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে অবকাশকালীন ছুটি বিবেচনায় এ তারিখ নির্ধারণ করেন আদালত।
এর আগে, গত ১৯ মার্চ নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ আট জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান। সে সঙ্গে মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য ২৩ মে দিন ধার্য করেন। এরইপ্রেক্ষিতে ১৯ মার্চের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিভিশন আবেদন করেন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা।
/এমএন

