
যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি উপকূলে ভেসে উঠেছে হাজার হাজার মরা মাছ। কর্তৃপক্ষ জানায়, ব্রায়ান বিচ নামক এলাকার তীরে ভেসে ওঠে এগুলো। ধারণা করা হচ্ছে, তাপমাত্রা বেড়ে যাওয়ায় মারা গেছে এসব মাছ।খবর ইউএসএ টাইমসের।
গবেষকরা বলছেন, ঝড়ের কারণে সমুদ্রের পানিতে অক্সিজেনের মাত্রা কমে যায়। এছাড়া গত কয়েকদিন ধরে সমুদ্রে স্রোতও ছিল প্রচুর। ফলে তুলনামূলকভাবে অগভীর পানিতে উঠে আসে এসব মাছ। তবে উপকূলের পানিতে উষ্ণতার মাত্রা বেশি থাকায় এগুলো টিকে থাকতে পারেনি।
এরইমধ্যে এসব মৃত মাছ সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে। তবে পরিষ্কারের কাজ চলাকালীন দর্শণার্থীদের সৈকতে নামার ওপর নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ। বলা হয়, বিপুল পরিমাণ ব্যাকটেরিয়া থাকতে পারে সেখানে।
এসজেড/



Leave a reply