তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, শান্তিপূর্ণ ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খুলনা ও বরিশাল সিটি করপোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রমাণিত হয়েছে, বিএনপি ভোট বর্জন করলেও জনগণ ভোট বর্জন করেনি।
মঙ্গলবার (১৩ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। জানিয়েছেন, খুলনা ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন দেশের ইতিহাসে একটি মডেল নির্বাচন।
মেয়র প্রার্থীর ওপর হামলা কাম্য নয় উল্লেখ করে তথ্যমন্ত্রী আরও বলেন, নির্বাচন কমিশন ও প্রশাসন তদন্ত করছে। এতে যে কিংবা যারা এর সাথে জড়িত তাদের শাস্তির আওতায় আনা হবে।
এ সময় খালেদা জিয়া ইস্যুতে হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার মুক্তি সরকারের হাতে না, এটা আদালতের হাতে। আদালত মুক্তি দিলেই মুক্তি পাবেন তিনি।
/এমএন

