Site icon Jamuna Television

এমন সবুজ উইকেট আমাদের ফাস্ট বোলারদের প্রাপ্য: হাথুরুসিংহে

বাংলাদেশ কোচ চান্দিকা হাথুরুসিংহে। ফাইল ছবি।

আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টকে সামনে রেখে মিরপুরে শেষ সময়ের অনুশীলন করেছে বাংলাদেশ। মিরপুরের সবুজ উইকেট দেখে টাইগারদের কোচ চান্দিকা হাথুরুসিংহে বলেন, এমন সবুজ উইকেট আমাদের ফাস্ট বোলারদের প্রাপ্য।

ম্যাচ শুরু হবে বুধবার (১৪ জুন) সকাল ১০টায়। এর আগে শেষবারের মতো অনুশীলনে নিজেদেরকে ঝালিয়ে নিয়েছে দল। তামিম ইকবালের ইনজুরি নিয়ে রয়েছে কিছুটা শঙ্কা। তার ব্যাপারে আজকেই সিদ্ধান্ত নেয়া হবে। তবে তাসকিন খেলার জন্য পুরোপুরি ফিট আছেন। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মিরপুরের উইকেটসহ দল নিয়ে আশার কথা জানিয়েছেন টাইগার হেড কোচ চান্দিকা হাথুরুসিংহে।

তিনি বলেন, আমরা এই টেস্টের জন্য ভালো করেই প্রস্তুত। আমরা তাদের বেশিরভাগ খেলোয়াড় সম্পর্কে তেমন কিছু জানি না। তবে আমাদের বেশিরভাগ মনোযোগ আমরা কী করছি সেদিকেই। উইকেটে সবুজ ঘাস। কয়েকদিন বৃষ্টিও হয়েছে। আমি এখানে আগে কখনও সবুজ উইকেট দেখিনি। আমাদের ভালো ফাস্ট বোলার আছে। তাদের এমন একটা উইকেট প্রাপ্য।

/এম ই

Exit mobile version