Site icon Jamuna Television

রাজশাহীতে আসামি ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত

ফাইল ছবি।

রাজশাহী ব্যুরো:

রাজশাহীর পুঠিয়ায় রুবেল হোসেন নামের এক আসামিকে ধরতে গিয়ে আসামি ও তার পরিবারের লোকেদের হামলায় আহত হয়েছেন পুঠিয়া থানার দুই উপপরিদর্শক। পরে খবর পেয়ে থানার অতিরিক্ত পুলিশ ফোর্স গিয়ে তাদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ঘটনায় আসামি রুবেলকে গ্রেফতার করতে পারলেও বাকিরা পালিয়ে যায়।

মঙ্গলবার (১৩ জুন) দুপুর ২টার দিকে পুঠিয়ার গাওপাড়া ঢালান এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন বলেন, নারী সংক্রান্ত একটি মামলায় এক বছরের সাজা হয় দীর্ঘদিন ধরে পলাতক রুবেলের। গোপন সংবাদে আজ দুপুরে তার বাড়িতে যান পুঠিয়া থানার এসআই সেলিম রেজা ও রবিউল ইসলাম। বিষয়টি টের পেয়ে আসামি রুবেল, তার মা, স্ত্রী ও ভাবী মিলে দুই এসআইয়ের ওপর হামলা করে। অভিযুক্তদের মারধরে দুই কর্মকর্তা আহত হন। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন।

ওসি আরও বলেন, পরে খবর পেয়ে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করা হলেও তার পরিবারের অন্যান্য সদস্য ও পুলিশের ওপর হামলাকারীরা পালিয়ে যায়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি কোনো পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

/এসএইচ

Exit mobile version