Site icon Jamuna Television

মানহানিকর বক্তব্য সরাতে সুমনের বিরুদ্ধে সালাউদ্দিনের রিট

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে নিয়ে সকল মানহানিকর বক্তব্য সরাতে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) কাজী সালাউদ্দিন নিজেই রিটটি দায়ের করেন।

এর আগে, ৬ জুন ফুটবল ফেডারেশন ও কাজী সালাউদ্দিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করায় ব্যারিস্টার সুমনসহ মোট ১৭ ব্যক্তি ও সংস্থাকে আইনি নোটিশ দেন কাজী সালাউদ্দিন। ব্যারিস্টার সুমন ছাড়াও বাফুফে থেকে সদ্য পদত্যাগ করা নির্বাহী সদস্য আরিফ হোসেন মুন, ক্রীড়া সংগঠক শাকিল মাহমুদ চৌধুরীকেও এই আইনি নোটিশ দেয়া হয়েছে।

পাশাপাশি, গণমাধ্যমে প্রচারিত কিছু সংবাদ এবং গণমাধ্যমে বক্তব্য প্রদান করা একটি টিভি চ্যানেল ও পত্রিকার সংবাদকর্মীদেরও আইনি নোটিশ দিয়েছেন সালাউদ্দিনের আইনজীবী।

তবে সালাউদ্দিনের এই আইনি নোটিশ দেয়া নিয়েও প্রশ্ন উঠছে। আজমালুল হোসেন কিউসি ফিফা থেকে নিষিদ্ধ বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের হয়ে মামলা লড়ছেন। সোহাগের মামলা লড়া আইনজীবী দিয়েই সালাউদ্দিন লিগ্যাল নোটিশ দিয়েছেন।

/এম ই

Exit mobile version