Site icon Jamuna Television

হজ শেষে দেশে ফিরলেন ৩৮০ জন হাজি

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। ভোররাতে, সৌদি এয়ারলাইন্সের এক ফ্লাইটে ৩’শ ৮০ জন হাজি দেশে ফিরেছেন।

প্রায় দেড় ঘন্টা বিলম্বের পর, রাত ৩টা ২০ মিনিটে বিমান বন্দরে অবতরণ করে সৌদি এয়ারলাইন্সের এস-ভি-এইট-জিরো-টু ফ্লাইটটি। ফ্লাইটটিতে হাজিদের পাশাপাশি এসেছেন সাধারণ যাত্রীরাও।

কিছু ত্রুটি-বিচ্যুতি ছাড়া, সার্বিক হজ ব্যবস্থাপনায় খুশি হাজিরা। প্রথম ফ্লাইটে আসা হাজিরা জানান, অন্যান্যবারের চেয়ে এবার, হজ পালনে কষ্ট ছিল অনেকটা কম। তবে কিছু হজ এজেন্সির সেবার মান নিয়ে অভিযোগ রয়েছে তাদের।

মঙ্গলবার আরও দুটি হজ ফ্লাইট ঢাকায় আসার কথা রয়েছে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭’শ ৯৮ জন এবং বেসরকারিভাবে ১ লাখ ২০ হাজার জন হজে যান।

Exit mobile version