আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়ে গেছে। তারা এখন জনগণের ওপর নির্ভরশীল নয়। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (১৩ জুন) বিকালে রাজধানীর মহাখালীতে উত্তর বিএনপির পদযাত্রায় এ মন্তব্য করেন তিনি। বলেন, সরকারের দেয়ালে পিঠ ঠেকে গেছে। জনতার বিরুদ্ধে যারা অবস্থান নেবে তারা সবাই ফেঁসে যাবে।
নেতাকর্মীদের সতর্ক হয়ে রাজপথে চলার আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, বিএনপির সহিংসতার দরকার নেই। কারণ বিএনপির সঙ্গে জনগণ আছে। এমনি নিষেধাজ্ঞা আছে। নির্যাতন করলে সামনে আরও চপেটাঘাত আসবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় বিএনপি নেতা আমান উল্লাহ আমান বলেন, নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শান্তিপূর্ণ কর্মসূচিতে আঘাত আসলে পাল্টা আঘাত করা হবে। কাউকে ছেড়ে দিবো না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ইউএইচ/

