Site icon Jamuna Television

যুক্তরাজ্যের ব্যস্ত সড়কে ৩ মরদেহ উদ্ধার

যুক্তরাজ্যের নটিংহ্যামে ব্যস্ততম সড়ক থেকে তিন মরদেহ উদ্ধারের ঘটনায় চলছে তোলপাড়। এরই মধ্যে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ, শুরু হয়েছে তদন্তও। খবর এবিসি নিউজের।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ জুন) সিটি সেন্টার এলাকা থেকে ২টি মরদেহ উদ্ধার করা হয়। সাথে সাথে যান চলাচল বন্ধ ঘোষণা করা হয় পুরো এলাকায়। এর কিছুক্ষণ পরই পার্শ্ববর্তী আরেক সড়কে বেশ কয়েকজনকে চাপা দেয় একটি ভ্যান। ওই ঘটনায় প্রাণ যায় আরও একজনের। এ ঘটনায় পুলিশ ৩১ বছর বয়সী এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে।

ধারণা করা হচ্ছে, একই ব্যক্তি ওই হত্যাকাণ্ডগুলোর সাথে জড়িত। উদ্দেশ্য প্রণোদিত হয়েই তাদের ওপর হামলা করা হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। ভ্যান চাপায় আরও ২ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বলে জানায় পুলিশ।

এসজেড/

Exit mobile version