সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কমিশনের সন্তুষ্টিই প্রমাণ করে তারা কতটা ব্যর্থ। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৩ জুন) বিকালে রাজধানীর গোপীবাগে দক্ষিণ বিএনপির পদযাত্রায় এ মন্তব্য করেন তিনি। বলেন, যে নির্বাচন কমিশন প্রার্থীর নিরাপত্তা দিতে পারে না, তারা কী করে অবাধ জাতীয় নির্বাচন করতে পারবে?
সরকার আদালতকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে উল্লেখ করে করে মির্জা ফখরুল বলেন, অবাধ নির্বাচন হলে ক্ষমতায় আসতে পারবে না বলেই তত্ত্বাবধায়ক বাতিল করেছে। জনগণের শক্তি দেখতে হলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে বলেও জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, সরকার খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে গৃহবন্দি করে রেখেছে। তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বলেও জানান মির্জা ফকরুল।
ইউএইচ/

