Site icon Jamuna Television

দখলকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন কারবি।

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণের ব্যাপারে বরাবরই উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। সোমবার (১২ জুন) সাপ্তাহিক বিবৃতিতে আবারও মার্কিন সরকারের উদ্বেগের কথা জানালেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন কারবি। খবর এপির।

সম্প্রতি, বসতি সম্প্রসারণ ইস্যুতে মার্কিন প্রশাসনের সাথে দফায়-দফায় আলোচনা চালাচ্ছে নেতানিয়াহু প্রশাসন- এমন তথ্য প্রকাশ করেছে। সে ইস্যুতে, নিরাপত্তা মুখপাত্র জন কারবিকে প্রশ্ন করেন সাংবাদিক। যার জবাবে জন কারবি বলেন, উচ্চ পর্যায়ের কোনো বৈঠকের ব্যাপারে কথা বলার এখতিয়ার নেই। তবে, মধ্যপ্রাচ্য ইস্যুতে অপরিবর্তিত থাকবে যুক্তরাষ্ট্রের অবস্থান। দুই রাষ্ট্র ভিত্তিক সমাধান আসুক এমনটাই প্রত্যাশা আমাদের।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিলের তথ্য অনুসারে, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ২৭৯টি বসতিতে থাকে ৭ লাখ ইহুদি। ২০১২ সাল থেকে সেখানে বসবাস শুরু করে ৫ লাখ ২০ হাজারের মতো মানুষ। চলতি বছর, ক্ষমতায় এসেই আরও ৭ হাজার ঘরবাড়ি বৃদ্ধির প্রস্তাব দিয়েছে নেতানিয়াহুর কট্টর ডানপন্থী সরকার।

/এসএইচ

Exit mobile version