Site icon Jamuna Television

চট্টগ্রামে নারীর ব্যক্তিগত ছবি নিয়ে ব্ল্যাকমেইল-চাঁদাবাজি, যুবক গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামে এক নারীর ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগে জাহিদুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ জুন) ভোরে ঢাকার কাফরুল এলাকায় অভিযান চালিয়ে জাহিদকে গ্রেফতার করা হয়। বেলা ১২টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানায় চট্টগ্রামের পাহাড়তলী থানা পুলিশ।

পুলিশের জানায়, বিয়ের আগে ওই নারীর সাথে যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সে সময় কৌশলে তুলে রাখা ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে বারবার চাঁদা আদায় করে আসছিল জাহিদ। পরে ভুক্তভোগী নারী পর্নোগ্রাফি আইনে জাহিদের বিরুদ্ধে মামলা দায়ের করে। এরই প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার কাছে থাকা বস্তুগত সকল আলামত উদ্ধার করে, তা জব্দ করা হয়েছে। আমরা আসামিকে আদালতে সোপর্দ করবো এবং তদন্ত শেষে পুলিশ রিপোর্ট দাখিল করবো।

এএআর/

Exit mobile version