আওয়ামী লীগ বেঁচে থাকতে দেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর হাজারীবাগে আয়োজিত শান্তি সমাবেশ এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের জন্য বিদেশি যে ষড়যন্ত্র হচ্ছে, সে বিষয়ে আওয়ামী লীগ চুপ করে বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নালিশ করে করে নিষেধাজ্ঞা আনতে চেয়েছে। সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দেবে তাদের ক্ষেত্রেই নতুন মার্কিন ভিসানীতি প্রযোজ্য হবে। আমরা মার্কিন ভিসানীতি ভয় পাই না। আওয়ামী লীগের পরাজয় ছাড়া বিএনপি সুষ্ঠু নির্বাচন মেনে নেবে না বলেও জানান তিনি।
বিএনপি না আসলেও সংবিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান ওবায়দুল কাদের।
ইউএইচ/

