সারাদেশে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। অধিকাংশ রোগী ডেঙ্গু শক ও হরমোরেজিন জ্বরে মারা যান। এমনটা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেন, ডেঙ্গুর প্রকোপ এখনো কমেনি, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
মঙ্গলবার (১৩ জুন) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, সারাদেশে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৩৯০ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ঢাকার দুই সিটি করপোরেশনে। ডেঙ্গু আক্রান্তে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ।
ব্রিফিংয়ে মন্ত্রী আরও বলেন, ইনস্টিটিউশনাল প্র্যাকটিসের মাধ্যমে ১২ হাজার রোগী চিকিৎসা নিয়েছেন গত দু’মাসে। আর ৭২৫ জনের সার্জারি হয়েছে। ১৩২টি হাসপাতালকে ইনস্টিটিউশনাল প্র্যাকটিসের আওতায় আনা হচ্ছে। সারাদেশে এখন পর্যন্ত ৩৬ কোটি ২১ লাখ মানুষকে করোনার টিকা দেয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
ইউএইচ/

