Site icon Jamuna Television

দুদকের নতুন কমিশনার আছিয়া খাতুন

দুদকের নতুন কমিশনার আছিয়া খাতুন। ছবি : সংগৃহীত

সাবেক সচিব মোছা. আছিয়া খাতুনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (১৩ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৬ (১) ধারার বিধানমতে মোছা. আছিয়া খাতুনকে দুর্নীতি দমন কমিশনের কমিশনার পদে নিয়োগ করা হলো। আছিয়া খাতুন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব হিসেবে অবসরে যান।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ১৩ ধারার বিধান মতে মোছা. আছিয়া খাতুন কমিশনারের বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারকের সমরূপ নির্ধারণ করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ প্রজ্ঞাপন জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।

প্রসঙ্গত, আগামী ৩০ জুন দুদকের কমিশনার (অনুসন্ধান) মোজাম্মেল হক খানের মেয়াদ শেষ হচ্ছে।

এএআর/

Exit mobile version