Site icon Jamuna Television

ঘুষখোরদের উচ্ছ্বসিত হওয়ার কারণ নেই: দুদক চেয়ারম্যান

দুদক কারও অনুমোদন নিয়ে কাজ করবে না, গ্রেফতারও থেমে থাকবে না। তাই ঘুষখোরদের উচ্ছ্বসিত হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

প্রস্তাবিত সরকারি চাকরি আইনে ফৌজদারী মামলায় চার্জশিটের আগে সরকারি চাকরিজীবীদের গ্রেফতারে অনুমোদন ইস্যুতে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, আইনটি পাশ হলে দুদকের ক্ষমতা খর্ব হবে ঠিকই, তবে কোন আইনে দু’দকের দায়িত্বপালনে সমস্যা হবে না। দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত থাকবে।

ইকবাল মাহমুদ জানান, যতদিন পর্যন্ত দুকককে পরাধীন করা হচ্ছে না, ততদিন দুর্নীতিবাজদের গ্রেফতারে কারো অনুমতির প্রয়োজন নেই।

Exit mobile version