Site icon Jamuna Television

ক্যাম্পাস এলাকায় ছিনতাইয়ের শিকার জাবি শিক্ষার্থী, প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

সাভার প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন দর্শন বিভাগের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে পুলিশের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার (১৩ জুন) সন্ধ্যা ৬টার দিকে বন্ধুসহ সাভার থেকে রিকশাযোগে ক্যাম্পাসে ফিরছিলেন ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী শান্ত চন্দ্র শীল। এ সময় রিকশাটি বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের কাছে পৌঁছালে মুখ বাঁধা অবস্থায় তিন ছিনতাইকারী তাদের মারধর করে মোবাইল-টাকাসহ মালামাল ছিনিয়ে নেয়।

ছিনতাইয়ের সংবাদ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নিয়ে ক্যাম্পাসে ফিরে যায় বিক্ষোভকারী শিক্ষার্থীরা।

এএআর/

Exit mobile version