Site icon Jamuna Television

ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবেন না মেসি

ছবি: সংগৃহীত

চলতি এশিয়া সফরের দ্বিতীয় ও শেষ ম্যাচে আগামী সোমবার জাকার্তায় ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবেন না লিওনেল মেসি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পর মেসি চলে যাবেন বিশ্রামে।

চীন সফরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের পর ইন্দোনেশিয়ায় দ্বিতীয় ম্যাচ খেলতে যাওয়ার কথা রয়েছে আর্জেন্টিনার। তবে দলের সঙ্গে ইন্দোনেশিয়ায় না গিয়ে অবকাশ যাপনে যাবেন মেসি। ক্লাব ফুটবলে ব্যস্ত সময় কাটানোর পর যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেয়ার আগে ছুটি কাটিয়ে নিজেকে চাঙা করে তুলতেই মূলত জাতীয় দল ছাড়ছেন বিশ্বকাপজয়ী এই তারকা।

বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে আগামীকাল বৃহস্পতিবার (১৫ জুন) মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচের প্রস্তুতিপর্বে এখন জাতীয় দলের সঙ্গে আছেন মেসি।

/এমএন

Exit mobile version