Site icon Jamuna Television

পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধে কিছু বাঘা বাঘা ব্যক্তির ভূমিকা ছিল: কাদের

পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন না করার পেছনে তারা এককভাবে দায়ী নয়, দেশের কিছু বাঘা বাঘা ব্যক্তি এর পেছনে ভূমিকা রেখেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৪ জুন) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রোড সেফটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বললেন, বাংলাদেশের মেগা প্রকল্প পদ্মা সেতু বাস্তবায়ন হোক, এটি দেশের অনেকেই চায়নি। এর জন্য শুধু বিশ্বব্যাংক নয়, এদেশের কিছু মানুষও জড়িত ছিলো। সকল বাধ-বিপত্তি পেরিয়ে শেখ হাসিনার দৃঢ়তায় পদ্মা সেতুসহ সকল মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। বাজেটের জন্য ৫০৭ মিলিয়ন ডলার সহায়তার জন্য বিশ্বব্যাংককে এ সময় ধন্যবাদ তিনি।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার আমলে সড়ক যোগাযোগে যে উন্নতি হয়েছে, তা আর কখনোই হয়নি। ব্যাপক উন্নয়নের পরও সড়কে যেসব দুর্ঘটনা ঘটে, প্রাণহানি হয় তা খুবই দুঃখজনক ও হতাশার।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সড়ক নিরাপত্তা প্রকল্পে বিশ্বব্যাংকের ৫ হাজার কোটি টাকার যে অর্থায়ন তা যেন যথাসময়ে বাস্তবায়িত হয় সেদিকে সংশ্লিষ্ট সবাইকে নজর দিতে হবে। সময় নষ্ট করা যাবে না। পরিবেশ ও নাগরিকদের বাঁচাতে হবে, এই বিবেচনা মাথায় রেখে নাগরিকদের সড়কে নিরাপত্তা দিতে হবে।

/এমএন

Exit mobile version