Site icon Jamuna Television

শান্তর সেঞ্চুরি ও জয়ের ফিফটিতে দুইশো পেরিয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ঢাকা টেস্টে প্রথম দিনে নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে বাংলাদেশ। ইতিবাচক ব্যাট করে টেস্ট ক্যারিয়ারের ৩য় ফিফটি তুলে নেন ওপেনার জয়। এরপরই ওয়ানডে মেজাজে রান তুলতে থাকা শান্ত টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি মাইলফলক স্পর্শ করেন। ১১৮ বলে সেঞ্চুরি স্পর্শ করেন শান্ত, যাতে ছিল দৃষ্টিনন্দন ১৮টি চার।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করছে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে জাকির হাসান আউট হলে শুরুতে বিপদে পড়ে টাইগাররা। অভিষেক ওভারে বল করতে এসে নিজের প্রথম বলটি অফ স্টাম্পের বাইরে মারেন আফগান পেসার মাসুদ। স্ট্রাইকে থাকা জাকির হাসান খোঁচা দিয়ে নিজের বিদায় ডেকে আনলেন। শুরুতে মাসুদের আবেদনে অবশ্য সাড়া দেননি আম্পায়ার।  

ছবি: সংগৃহীত

তবে রিভিউ নেয় আফগানিস্তান। সেখানেই আল্ট্রা এজে স্পাইক দেখা যায়। আর অভিষেক বলেই উইকেট পেয়ে যান আফগান বোলার। এতে গড়েন রেকর্ডও। টেস্ট ইতিহাসের ২২তম বোলার হিসেবে অভিষেক বলেই উইকেট লাভ করেন নিজাত মাসুদ।

ছবি: সংগৃহীত

তিনে নেমে নাজমুল হাসান শান্ত শুরু করেন ঝড়ো ব্যাটিং। তাকে সঙ্গ দেয়া জয় প্রথমে দেখেশুনেই ব্যাট চালাতে থাকেন। ১২৬ বলে তারা পূর্ণ করেন শতরানের জুটি। ৫৮ বলে ১০ চারে শান্ত পূর্ণ করেন ফিফটি। জয়ের লাগে ১২০ বল। ওয়ানডে স্টাইলে ব্যাট করতে থাকা শান্ত পান সেঞ্চুরির দেখাও; ১১৮ বলে মেরেছেন ১৮টি চার। স্বীকৃত ক্রিকেটে সবশেষ পাঁচ ইনিংসে তৃতীয়বার শতরান স্পর্শ করলেন তিনি।

অন্যদিকে, শান্তকে যোগ্য সঙ্গ দেন ওপেনার জয়। ক্যারিয়ারে তৃতীয় ফিফটি তুলে নিয়ে ব্যক্তিগত ৭৬ রান করে রহমত শাহর শিকার হন জয়। আরতাতেই ভাঙে ২১২ রানের জুটি। দ্বিতীয় উইকেট জুটিতে এ নিয়ে তৃতীয়বারের মতো দুইশো রানের জুটি পেলো বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় সেশনে টাইগারদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২১৮ রান। নাজমুল হোসেন শান্ত ব্যাট করছেন ১২১ রান নিয়ে। ক্রিজে তার সাথে যোগ দিয়েছেন মমিনুল হক।

/আরআইএম

Exit mobile version