Site icon Jamuna Television

ক্যাশলেস লেনদেন বড় পরিসরে চালু এবং এ সংক্রান্ত রোডম্যাপের তাগিদ ফিকির

কর আদায় নিশ্চিতের জন্য ক্যাশলেস লেনদেন বড় পরিসরে চালু করার আহ্বান জানিয়েছে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ফিকি)। আগামী অর্থবছরের বাজেট পর্যালোচনা করে সংস্থাটি বলছে, ক্যাশলেস সোসাইটি গড়ার রোডম্যাপ প্রয়োজন। যাতে এটি সবাই অনুসরণ করতে পারে।

ফিকি সভাপতি নাসের এজাজ বিজয় বলেন, আয়কর রিটার্ন জমা হওয়ার পর অ্যাপের মাধ্যমে কনফারমেশন বার্তা পাওয়া যায়। প্রচলিত আয়কর আইন সেটাকে গ্রহণযোগ্য প্রমাণ হিসেবে মানে না। ডিজিটাল যুগে অ্যাপে পাওয়া বার্তাকে গ্রহণ করা প্রয়োজন। গাড়ি কেনার ওপর যে কর আরোপ হয়েছে, তা শুধু ব্যক্তির ওপর বহাল করা উচিৎ বলে মনে করে ফরেন চেম্বার।

এদিকে, কালো টাকা বিনিয়োগের সুযোগ বন্ধ করাকে ইতিবাচক হিসেবে দেখছেন চেম্বার নেতারা। কার্বোনেডেট সফট ড্রিংকে নতুন টার্নওভার কর প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিদেশি উদ্যোক্তারা। বলছেন, জমি ও বাসার মৌজা মূল্য হালনাগাদ করে নিবন্ধন ফি কমানো প্রয়োজন।

/এমএন

Exit mobile version