Site icon Jamuna Television

নাব্য সংকটে শিমুলিয়া-কাঠালবাড়ি রুটে অব্যাহত ভোগান্তি

নাব্য সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ১২ ঘন্টা বন্ধ থাকার পর স্বল্প পরিসরে কিছু ফেরি চলছে। এতে ভোগান্তিতে পড়েছে ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষ।

দুই পাড়ে অপেক্ষায় হাজারো যানবাহন। বাধ্য হয়ে স্পিডবোট আর লঞ্চে ঝুঁকি নিয়ে নদী পাড়ি দিচ্ছেন অনেকে। এ সুযোগে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। ভোগান্তি এড়াতে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

যানবাহনের চাপ আছে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটেও। ঘাটে অপেক্ষা বাড়ায় যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত যানবাহনকে পারাপারে অগ্রাধিকার দেয়া হচ্ছে। এতে পণ্যবাহী ট্রাক আটকে আছে দীর্ঘসময়। পঁচনশীল পণ্য নিয়ে বিপাকে দক্ষিণাঞ্চলের চালকরা।

Exit mobile version