Site icon Jamuna Television

‘মৌলবাদীদের কারণে হারিয়ে যেতে বসেছে বাংলার লোকজ সংস্কৃতি’

স্টাফ করেসপনডেন্ট, রংপুর:

মৌলবাদীদের কারণে বাংলার গ্রামীণ সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে গ্রামীণ সংস্কৃতি উদ্ধারে আমরা কাজ করছি, বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

বুধবার (১৪ জুন) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় সাহিত্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এর আগে, বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী সাহিত্য ও বই মেলার উদ্বোধন ঘোষণা করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য জারি, সারি, ভাটিয়ালি, যাত্রাপালাসহ বিভিন্ন লোকজ সংস্কৃতির ওপর মৌলবাদীদের হস্তক্ষেপের কারণে এগুলো প্রায় বন্ধ হয়ে গেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সেসব পুনরুদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সে লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয় কাজও করছে।

তিনি আরও বলেন, একুশে বই মেলা ঢাকায় হয়। এর আদলে আমরা ৬৪ জেলায় বই ও সাহিত্য মেলা করেছি। এখন বিভাগীয় পর্যায়ে চলেছে, পরে ঢাকায়ও হবে।

রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক নুরুল হুদা, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খালিদ আহমেদ, ডিসি ড. চিত্রলেখা নাজনীন প্রমুখ।

/এসএইচ

Exit mobile version