Site icon Jamuna Television

বরগুনায় প্রতিপক্ষের হামলায় আহত ১০

বরগুনা প্রতিনিধি:

বরগুনায় পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুন) সকালে জেলা সদরের গৌরীচরনা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বেতাগীর সরিষামুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ আলীসহ একটি মামলার আসামিরা মোটরসাইকেলের বহর নিয়ে আদালতে হাজিরা দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে গৌরীচরনা এলাকায় পৌঁছালে তাদের ওপর হামলা চালায় সরিষামুড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শিপন জমাদ্দারের লোকজন। এতে ১০ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ গিয়ে ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আদালত কম্পাউন্ডের বাইরে আবারও দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় একজনকে দেশিয় অস্ত্রসহ আটক করে পুলিশ।

হামলার ঘটনায় নিজের লোকজন জড়িত থাকার কথা অস্বীকার করেছেন চেয়ারম্যান শিপন জমাদ্দার। গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এর আগেও দু’পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ, হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে বলেও জানায় পুলিশ।

এএআর/

Exit mobile version