আদালত চূড়ান্ত সিদ্ধান্ত না দিলে জামায়াতে ইসলামীর বিষয়ে সরকারের সিদ্ধান্ত নেবার সুযোগ নেই। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জামায়াতকে বিএনপিই মাঠে নামিয়েছে বলে অভিযোগও করেন তিনি।
বুধবার (১৪ জুন) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রোড সেফটি প্ৰজেক্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুরোপুরি ত্রুটিমুক্ত না হলেও শোধরানের চেষ্টা করা হচ্ছে। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি নেতারা রাজনীতি করছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, চেয়ারপারসনকে মুক্ত করার আন্দোলনে ব্যর্থতার দায়ে বিএনপির সব নেতারই পদত্যাগ করা উচিত। নিজেদের জনপ্রিয়তা প্রমাণের জন্য বিএনপিকে নির্বাচনে আসার চ্যালেঞ্জও জানান ওবায়দুল কাদের।
ইউএইচ/

