Site icon Jamuna Television

হাটহাজারি ত্রিপুরাপাড়ার অজ্ঞাতরোগটি ‘ভাইরাসজনিত জ্বর’

চট্টগ্রামের হাটহাজারীর ত্রিপুরাপাড়ায় ৬ দিনে ৪ জনের মৃত্যু, ভাইরাসজনিত জ্বরের কারণে বলে জানিয়েছে বিশেষজ্ঞ দল। এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ তাদের।

সকালে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের দেখতে যান ঢাকা থেকে যাওয়া বিশেষজ্ঞ দলের দুই সদস্য। এদিকে, নতুন করে অসুস্থ আরও ৬ জনকে আজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা দাড়ালো ২৭ জনে। যাদের বেশিরভাই শিশু।

মৃত শিশুদের পরিবার জানায়, জ্বর আসার পর শরীরে কালো কালো দাগ দেখা দেয়। এরপর অজ্ঞান হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ত্রিপুরা পাড়ায়।

Exit mobile version