‘ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট’ নামীয় কথিত জোট বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কার্যক্রমের অপভ্রংশ। এমন মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা।
বুধবার (১৪ জুন) দুপুরে বার ভবনের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য তুলে ধরেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আব্দুন নূর দুলাল।
এ সময় সম্প্রতি অনুষ্ঠিত হওয়া বার সমিতির নির্বাচনে বিরোধী দলীয় আইনজীবী নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন তিনি। পরে প্রশ্নোত্তরে আব্দুন নূর বলেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতির বিষয়ে আইনজীবী সমিতি চুপ করে বসে থাকবে না। বিএনপি জামায়াতসহ সমমনা আইনজীবীদের সংগঠন ইউএলএফের সদস্য মহসিন রশিদকে যুদ্ধাপরাধী বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপি জামায়াতের রাষ্ট্র বিরোধী ও যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সারাদেশের আইনজীবীদেরকে এবং সকল জেলা বারকে আহ্বান জানানো হয়।
ইউএইচ/

