Site icon Jamuna Television

ফের রিমান্ডে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ

রাজশাহী ব্যুরো:

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আরও একদিনের রিমান্ড দিয়েছেন আদালত। রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানায় সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় বুধবার (১৪ জুন) দুপুরে চাঁদকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আদালতে নেয়া হয়।

এ সময় রাষ্ট্রপক্ষ ১০ দিনের রিমান্ডের আবেদন করে। পরে আদালতের বিচারক মহিদুর রহমান এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আবু সাঈদ চাঁদের আইনজীবী শামসাদ বেগম মিতালী জানান, সোমবার (১২ জুন) চাঁদের রিমান্ড শুনানির দিন ধার্য করেন আদালত। তবে চাঁদ অসুস্থ থাকায় ওই দিন শুনানি হয়নি। তাই বুধবার শুনানির দিন ধার্য করা হয়।

এদিকে গত ৩০ মে রাজশাহী জেলার পুঠিয়া থানার মামলায় পাঁচদিনের রিমান্ড শেষে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে আদালতে তোলা হয়। পরে পুলিশের পক্ষ থেকে আরও ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। তবে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে গত ২৫ মে চাঁদকে গ্রেফতার করে পুলিশ। এরপর বিকেলে তাকে আদালতে তোলা হয়। আদালত তাকে পাঁচদিনের রিমান্ডে পাঠান।

প্রসঙ্গত, গত ১৯ মে রাজশাহীর দূর্গাপুরে বিএনপির একটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দেন আবু সাঈদ চাঁদ। এরপর বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে মামলা হয়।

এএআর/

Exit mobile version